বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৪

সাজেকে পাহাড়িদের উপর সাম্প্রদায়িক হামলার ৪ বছর আজ

সিএইচটি নিউজ বাংলা, ২০ ফেব্রুয়ারী ২০১৪, বৃহস্পতিবার

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সেনা-সেটলার হামলার ৪ বছর আজ। ২০১০ সালের ১৯-২০ ফেব্রুয়ারী সেনাবাহিনী ও সেটলাররা মিলিতভাবে প্রত্যন্ত সাজেকে পাহাড়িদের গ্রামে হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাংচুর চালায়। 

এ হামলায় ২টি বৌদ্ধ বিহারসহ পাহাড়িদের ১২টি গ্রামে চার শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই করে দেওয়া হয়। সেনাবাহিনীর গুলিতে নিহত হয় বুদ্ধপুতি চাকমা ও লক্ষ্মী বিজয় চাকমা। এছাড়া আরো বেশ কয়েকজন আহত হয়। পাহাড়িদের বিরুদ্ধে দায়ের করা হয় মিথ্যা মামলা।

এ হামলার প্রতিবাদে সে সময় পার্বত্য চট্টগ্রামসহ দেশে-বিদেশে ব্যাপক প্রতিবাদের ঝড় উঠে। কিন্তু হামলার ৪ বছর অতিক্রান্ত হলেও এখনো হামলার সাথে জড়িত সেনা-সেটলারদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়নি। উপরন্তু সাজেক থেকে পাহাড়ি উচ্ছেদে চলছে নানামুখি ষড়যন্ত্র।