বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬

খাগড়াছড়িতে সেনা-পুলিশ-সেটলার মিলে হরতাল পালন!

নিজস্ব প্রতিবেদক, সিএইচটি নিউজ বাংলা 
খাগড়াছড়িতে সেটলার বাঙালিদের ডাকা হরতালে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও পিকেটিং করেছে বলে খবর পাওয়া গেছে।

জানা যায়, বৃহস্পতিবার (২৬ মে) সকাল থেকে হরতাল সফল করতে সেটলার বাঙালিদের পাশাপাশি সেনা-পুলিশ সদস্যরাও পিকেটিংয়ে নামে। তারা টহল দেয়ার নামে উপজেলা, নারাঙহিয়াসহ বিভিন্ন এলাকায় সিএনজি, টমটম, মটর সাইকেল চলাচলে বাধা দেয়। তাদের এ অবস্থা দেখে অনেকে সেটলারদের এ হরতালকে "অভিনব হরতাল" বলে মন্তব্য করেছেন।

অপরদিকে সেটলারদের আজকের এই হরতাল পাহাড়ি অধ্যুষিত এলাকায় তেমন কোন প্রভাবই পড়েনি। এসব এলাকায় সিএনজি, টমটম, মটর সাইকেল চলাচল ছিল স্বাভাবিক এবং দোকানপাটও খোলা ছিল। লোকজন স্বাভাবিকভাবেই মালামাল কেনা-বেচা করেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স উদ্বোধনকালে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী প্রত্যাহারের প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সেটলার আজ সকাল সন্ধ্যা এই হরতাল আহ্বান করেছিল।