সিএইচটি নিউজ বাংলা, ১৮ জানুয়ারি ২০১৩,
শুক্রবার
হিল উইমেন্স ফেডারেশন নেত্রী কল্পনা চাকমা
অপহরণ বিষয়ে রাঙামাটি মুখ্য বিচারিক হাকিম আদালত কর্তৃক রাঙামাটি পুলিশ সুপারকে(এসপি)
দিয়ে পুনঃতদন্ত প্রত্যাখ্যান করে অবিলম্বে লেঃ ফেরদৌস, নুরুল হক ও সালেহ আহম্মদকে গ্রেফতারের দাবিতে আজ ১৮ জানুয়ারি
শুক্রবার হিল উইমেন্স ফেডারেশন,
পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম
খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
খাগড়াছড়ি সদর: খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভরস্থ ইউপিডিএফ কার্যালয়ের সামনে
থেকে সকাল ১১টায় একটি বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নারাঙহিয়া, উপজেলা পরিষদ এলাকা হয়ে চেঙ্গী স্কোয়ার ঘুরে আবার স্বনির্ভরে
এসে এক প্রতিবাদ সমাবেশ করে। হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক চন্দনী
চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য
জিকো ত্রিপুরা,পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক চন্দ্রদেব
চাকমা। পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক বিপুল
চাকমা সমাবেশ পরিচালনা করেন।
বক্তারা বলেন, দীর্ঘ ষোল বছর ধরে তদন্ত চালিয়েও পুলিশ কল্পনা চাকমার কোন সন্ধান
দিতে পারেনি এবং অপহরণকারীদের চিহ্নিত করতে পারেনি। আদালত কর্তৃক আবারো
পুলিশ সুপারকে দিয়ে পুনঃতদন্তের আদশ অপরাধীদের রক্ষার্থে কালক্ষেপন ছাড়া আর কিছুই নয়।
বক্তারা অবিলম্বে কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী
লেঃ ফেরদৌস, নুরুল হক ও সালেহ আহম্মদ সহ ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেফতার
ও শাস্তি এবং নিরপে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান।
পানছড়ি: সকাল ১০টায় পানছড়ি উপজেলার কলেজ গেট এলাকার বৌদ্ধ মন্দির মাঠ
থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পানছড়ি বাজার প্রদণি শেষে বাজার মাঠে এক প্রতিবাদ সমাবেশ
করে। হিল উইমেন্স ফেডারেশনের পানছড়ি থানা শাখার অর্থ সম্পাদক আশা
চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা শাখার
সভাপতি বরুণ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের পানছড়ি থানা শাখার সভাপতি বিবর্তন চাকমা
ও সাধারণ সম্পাদক সুমেধ চাকমা।
দিঘীনালা : খাগড়াছড়ির দিঘীনালা দিঘীনালা উপজেলার ইউপিডিএফ-এর কার্যালয়ের
সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে থানা এলাকা, বাস টার্মিনাল প্রদক্ষিণ
করে লার্মা স্কোয়ারে এসে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিনাকী চাকমার সভাপতিত্বে
সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর দিঘীনালা
ইউনিটের সংগঠক কিশোর চাকমা,
পাহাড়ি ছাত্র পরিষদের দিঘীনালা থানা শাখার
সভাপতি অংকন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের দিঘীনালা উপজেলা শাখার অর্থ সম্পাদক
সুমন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের দিঘীনালা কলেজ শাখার সভাপতি বিজয় চাকমা
ও হিল উইমেন্স ফেডারেশনের সদস্য ডেইজী চাকমা প্রমুখ। গণতান্ত্রিক যুব ফোরামের
সদস্য সুজন চাকমা সমাবেশে উপস্থাপনা করেন।
বক্তারা কল্পনা অপহরণ বিষয়ে রাঙামাটি সিএমএম
আদালত কর্তৃক দেয়া পুনঃতদনেতর আদেশ প্রত্যাখ্যান করেন এবং নিরপে বিচার বিভাগীয় তদন্ত
কমিটি গঠন ও চিহ্নিত অপহরণকারী লেঃ ফেরদৌস সহ তার সহযোগীদের গ্রেফতারের দাবি জানান।
বাঘাইছড়ি(রাঙামাটি): কল্পনা চাকমার নিজ উপজেলা রাঙামাটির বাঘাইছড়িতে বিশাল বিক্ষোভ
মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলা মাঠ থেকে মিছিলটি শুরু
হয়ে উপজেলা সদরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী ঘুরে তুলাবান উচ্চ বিদ্যালয়
মাঠে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাঘাইছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমার সভাপতিত্বে
ও গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা শাখার সাধালণ সম্পাদক অঙ্গদ চাকমার পরিচালনায়
অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি
চিক্কেধন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি থানা শাখার সভাপতি আসেন্টু চাকমা, বাঘাইছড়ি উপজেলা কার্বারী সোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপংকর
কার্বারী, রূপকারী মৌজার হেডম্যান বিশ্বজিৎ চাকমা, সাবেক ছাত্র নেতা ও বাঘাইছড়ি ইউপি মেম্বার দয়াসিন্ধু চাকমা এবং
বঙ্গলতলী ইউনিয়নের মেম্বার জ্ঞানজীব চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, কল্পনা চাকমার অপহরণকারীরা চিহ্নিত হলেও সরকার এখনো তাদেরকে
রায় নানা তালবাহানা করে যাচ্ছে। দীর্ঘ ষোল বছর ধরে তদন্ত চালিয়েও পুলিশ যেখানে কল্পনা চাকমার
কোন খোঁজ দিতে পারেনি সেখানে আবারো পুলিশ সুপারকে দিয়ে পুনঃতদন্ত করা কোন মতেই যুক্তিযুক্ত
হতে পারে না। এটা কালপেন এবং অপরাধীদের রার অপকৌশল ছাড়া আর কিছুই নয়।
বক্তারা আরো বলেন, কল্পনা চাকমা বাঘাইছড়ি উপজেলা তথা পার্বত্য চট্টগ্রামে একজন
প্রতিবাদী নারীর নাম। আমরা তাঁর হদিস চাই। নিরপে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের মাধ্যমে সরকারকে অবশ্যই
কল্পনা চাকমার হদিস দিতে হবে এবং চিহ্নিত অপহরণকারীদের গ্রেফতার ও শাস্তি দিতে হবে।
কুদুকছড়ি (রাঙামাটি): রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়িতে আজ শুক্রবার দুপুর ১২টায় এক
বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কুদুকছড়ি বড় মহাপুরম উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে
থেকে শুরু হয়ে কুদুকছড়ি বাজার প্রদণি করে ইউপিডিএফ কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে
মিলিত হয়। সমাবেশ বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি
কণিকা দেওয়ান, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক শান্তি প্রভা
চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি বিলাস চাকমা
ও হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি সদর থানা শাখার অর্থ সম্পাদক ইলা চাকমা। পাহাড়ি ছাত্র পরিষদের
রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বাবলু চাকমা সমাবেশ পরিচালনা করেন।
বক্তারা পুলিশ সুপারকে দিয়ে পুনঃতদন্ত প্রত্যাখ্যান
করে বলেন, বিগত ১৬ বছর ধরে তদন্ত চালিয়ে পুলিশ কিছু কূল কিনারা করতে পারে
নি। আর পুলিশের এসপি কিভাবে তা করতে সম হবেন। কাজেই তদন্তের নামে
কালপেন না করে অবিলম্বে চিহ্নিত অপহরণকারীদের গ্রেফতার ও শাস্তি দিতে হবে।
নান্যাচর(রাঙামাটি): নান্যাচর উপজেলায় সকাল ১১টায় পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক
যুব ফোরামের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিশ্রামগার
মাঠ থেকে শুরু হয়ে নান্যাচর বাজার প্রদক্ষিণ করে আবার বিশ্রামাগার মাঠে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে
অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের নান্যাচর উপজেলা
শাখার সভাপতি প্রিয় লাল চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন নান্যাচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
বিনয় কৃষ্ণ খীসা ও পাহাড়ি ছাত্র পরিষদের নান্যাচর থানা শাখার সাধারণ সম্পাদক অনিল চাকমা।
উল্লেখ্য, উল্লেখ্য, হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমা রাঙামাটির বাঘাইছড়ির
নিউলাল্যাঘোনার নিজ বাড়ি থেকে ১৯৯৬ সালের ১২ জুন লেঃ ফেরদৌস ও তার সহযোগীদের দ্বারা
অপহৃত হন। পরে দেশ ও বিদেশের জনমত ও আন্দোলনের চাপে পড়ে সরকার বিচারপতি
আব্দুল জলিলকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করতে বাধ্য হয়। একই সাথে সরকার পুলিশ
বিভাগের মাধ্যমেও তদন্ত চালায়। সর্বমোট ৩৩ জন কর্মকর্তা তদন্ত কার্যের দায়িত্ব পেলেও তারা চূড়ান্ত
রিপোর্ট দাখিল করতে ব্যর্থ হন। কিন্তু কল্পনা অপহরনের ৩৪তম আইও বা তদন্ত কর্মকর্তা এস আই ফারুক
আহম্মদ অপহরণের সাথে জড়িত প্রকৃত দোষী সেনা অফিসার লেঃ ফেরদৌস, নুরল হক ও সালেহ আহম্মদের নাম উল্লেখ না করে ২০১০ সালের ২১ চূড়ান্ত
রিপোর্ট দাখিল করেন। বাদী কালিন্দী কুমার চাকমা না-রাজি আবেদন জানান। বিচারক সিআইডির মাধ্যমে
পুনর্বার তদন্তের নির্দেশ দিলে সিআইডি কর্মকর্তা মোঃ শহীদুল্লাহ ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর
চূড়ান্ত তদন্ত রিপোর্ট প্রদান করেন। কিন্তু উক্ত তদন্ত রিপোর্টেও প্রকৃত দোষীদের নাম উল্লেখ করা
হয়নি বরং উক্ত তদন্ত রিপোর্টে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে কল্পনা অপহরনের সাথে জড়িতদের
রার চেষ্টা করা হয়।
সর্বশেষ সিআইডির দাখিল করা চূড়ান্ত তদন্ত
প্রতিবেদনের উপর দু'দফা শুনানী শেষে গত ১৬ জানুয়ারি রাঙামাটির অতিরিক্ত চীফ জুডিশিয়াল
ম্যাজিষ্ট্রেট মো: সিরাজুদ্দৌলাহ কুতুবী রাঙামাটি পুলিশ সুপুারকে(এসপি)দিয়ে পুনঃতদন্তের
আদেশ দেন।