শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৩

কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারীদের গ্রেফতারের দাবিতে আগামীকাল রোববার রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ


সিএইচটি নিউজ বাংলা, ১৯ জানুয়ারি ২০১৩, শনিবার
কল্পনা চাকমা অপহরণ বিষয়ে রাঙামাটি মুখ্য বিচারিক হাকিম আদালত কর্তৃক রাঙামাটি পুলিশ সুপারকে দিয়ে পুনঃতদন্তের আদেশ প্রত্যাখ্যান, অবিলম্বে চিহ্নিত অপহরণকারী লেঃ ফেরদৌস, নুরুল হক ও সালেহ আহম্মদকে গ্রেফতার ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবিতে পার্বত্য চট্টগ্রামের সাত সংগঠনের (হিল উইমেন্স ফেডারেশন, পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, সাজেক নারী সমাজ, সাজেক ভূমি রক্ষা কমিটি, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও প্রতিরোধ সাংস্কৃতিক স্কোয়াড) ডাকে আগামীকাল ২০ জানুয়ারি রোববার রাঙামাটি জেলায় সকাল সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালিত হবে

সাত সংগঠনের পক্ষে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইকেল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামীকাল রোববারের সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি সফল করার জন্য রাঙামাটি জেলার সকল সড়ক ও নৌ যান মালিক সমিতি, শ্রমিক সংগঠন ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে

উল্লেখ্য, সিআইডির সর্বশেষ দাখিল করা চূড়ান্ত রিপোর্টের উপর দু'দফা শুনানি শেষে গত ১৬ জানুয়ারি রাঙামাটি মুখ্য বিচারিক হাকিম আদালতের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ সিরাজুদ্দৌল্লাহ কুতুবী রাঙামাটি পুলিশ সুপারকে(এসপি) দিয়ে কল্পনা অপহরণ ঘটনার পুনঃতদন্তের আদেশ দেনহিল উইমেন্স ফেডারেশন, পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম আদালতের দেয়া এ আদেশ প্রত্যাখ্যান করে এ সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে।#