সিএইচটি নিউজ বাংলা, ১৫ জানুয়ারি ২০১৩, মঙ্গলবার
হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমার
চিহ্নিত অপহরণকারী লেঃ ফেরদৌস,
নুরুল হক ও সালেহ আহম্মদকে গ্রেফতার ও শাস্তির
দাবিতে আজ ১৫ জানুয়ারি মঙ্গলবার খাগড়াছড়ির মহালছড়ি ও গুইমারায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ
ও হিল উইমেন্স ফেডারেশন এ বিক্ষোভের আয়োজন করে।
মহালছড়ি : মহালছড়ি উপজেলার বাবু পাড়া থেকে বেলা ২:৩০টায় একটি বিক্ষোভ মিছিল
শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ করে। এতে গণতান্ত্রিক যুব
ফোরামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক সর্বানন্দ চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের মহালছড়ি থানা
শাখার সাধারণ সম্পাদক রতন স্মৃতি চাকমা বক্তব্য রাখেন।
বক্তারা কল্পনা অপহরণ বিষয়ে সিআইডির চূড়ান্ত
তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করে বলেন, এ রিপোর্ট পপাতদুষ্ট
ও প্রসহসনমূলক। অপহরণ ঘটনার সাথে লেফটেন্যান্ট ফেরদৌস, নুরুল হক ও সালেহ আহম্মদের জড়িত থাকার পক্ষে পর্যাপ্ত তথ্য প্রমাণ
ও সাক্ষ্য থাকার পরও রিপোর্টে তাদের কাউকে অভিযুক্ত করা হয়নি।
বক্তারা অবিলম্বে চিহ্নিত অপহরণকারী লেঃ ফেরদৌস
ও তার সহযোগীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গুইমারা : গুইমারা হাসপাতাল গেট থেকে বেলা ২:৩০ টায় একটি বিক্ষোভ মিছিল
শুরু হয়ে গুইমারা বাজার প্রদণি করে আবার হাসপাতাল গেটে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে
এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পাহাড়ি ছাত্র ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক
আপ্রুসি মারমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য নন্দা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের মাটিরাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক পঞ্চসেন
ত্রিপুরা ও পাহাড়ি ছাত্র পরিষদের মাটিরাঙ্গা কলেজ শাখার সভাপতি প্রবীর ত্রিপুরা বক্তব্য
রাখেন।
বক্তারা আর কালক্ষেপন না করে অবিলম্বে কল্পনা
চাকমার চিহ্নিত অপহরণকারী লেঃ ফেরদৌস, নুরুল হক ও সালেহ আহম্মদকে
গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ১১ জুন
দিবাগত রাতে রাঙামাটি জেলার বাঘাইছড়ি থানাধীন নিউ লাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে
সেনাবাহিনীর কমান্ডার লেঃ ফেরদৌস ও তার সহযোগীদের দ্বারা হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক
সম্পাদক কল্পনা চাকমা অপহৃত হন। অপহরণের পর আজো তার কোন খোঁজ পাওয়া যায়নি। সর্বশেষ গত ২৬ সেপ্টেম্বর
২০১২ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ(সিআইডি) কল্পনা চাকমাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি বলে
চূড়ান্ত তদন্ত রিপোর্ট দাখিল করেছে।