সিএইচটি নিউজ বাংলা, ১৬ জানুয়ারি ২০১৩, বুধবার
হিল উইমেন্স ফেডারেশন নেত্রী কল্পনা চাকমা অপহরণ বিষয়ে রাঙামাটি সিএমএম কোর্টের আদেশ প্রত্যাখ্যান করে গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন আজ ১৬ জানুয়ারি বুধবার ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিকাল সোয়া চারটায় প্রেসক্লাবের সামনে হিল উইমেন্স ফেডারেশনের সহ:সভাপতি নিরূপা চাকমার সভাপতিত্বে ও পিসিপি'র কেন্দ্রীয় সদস্য বিনয়ন চাকমার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদের সভাপতি আলবার্ট সরেন, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম, গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক মাইকেল চাকমা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বায়ক সামিউল আলম রিচি ও পিসিপি'র সাধারণ সম্পাদক থুইক্য চিং মারমা। সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল প্রেসকাব এলাকা প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে অপরাধীদের বাঁচাতে সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন।
বক্তারা আজ সিপিবি-বাসদের আহূত অর্ধদিবস হরতালে বিনা প্ররোচনায় সিপিবি অফিসে পুলিশের হামলারও তীব্র নিন্দা জানান।#