বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৩

কল্পনা চাকমা অপহরণ মামলার আদালতের আদেশ আজ


সিএইচটি নিউজ বাংলা, ১৬ জানুয়ারি ২০১৩, বুধবার
হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমা অপহরণ মামলার আদালত কর্তৃক আদেশ দেয়া হবে আজ। সিআইডির সর্বশেষ দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনের উপর গত ১৩ জানুয়ারি মামলার শুনানী শেষে রাঙামাটি মুখ্য বিচারিক হাকিম আদালতের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ সিরাজুদ্দৌল্লাহ কুতুবী আজ ১৬ জানুয়ারি বুধবার আদেশ দেয়ার তারিখ ধার্য্য করেন।

আদালতের আজকের আদেশের উপরই নির্ভর করছে কল্পনা চাকমা অপহরণ মামলার ভবিষ্যত। পার্বত্য চট্টগ্রাম সহ দেশের সকল বিবেকবান মানুষ আদালতের আজকের আদেশের উপর তাকিয়ে রয়েছে।

ইতিমধ্যে পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিবেকবান মানুষ কল্পনা অপহরণ বিষয়ে সিআইডির দাখিল করা চূড়ান্ত রিপোর্ট প্রত্যাখ্যান করে নিরপেক্ষ তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়েছে। এসব দাবিতে গতকাল মঙ্গলবারও খাগড়াছড়ি ও চট্টগ্রামে বিক্ষোভ হয়েছে। হিল উইমেন্স ফেডারেশন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কল্পনা অপহরণ বিষয়ে সিআইডির সর্বশেষ চূড়ান্ত রিপোর্ট সহ সকল তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে।#
.........