জানা যায়, আশুতোষ তালুকদার ও পতিন্দ্র চাকমা একটি কালভার্টের কাজ করার জন্য রড ও সিমেন্ট কিনতে নানুপুর যাচ্ছিলেন। এ সময় প্রিয় লাল চাকমাও এনজিও’র কাজে তাদের সাথে যাচ্ছিলেন। যাবার পথে সেনা-সৃষ্ট বোরখা সন্ত্রাসীদের যোগ-সাজশে খিরাম চৌমুহনী এলাকায় বাঙালিরা তাদেরকে ধরে মারধর করে। এক পর্যায়ে বোরখা সন্ত্রাসীরা তাদের হাতে ২টি এলজি গুজে দিয়ে খিরাম ক্যাম্পে হস্তান্তর করে। দুপুর ১২টা পর্যন্ত তাদেরকে ক্যাম্পে আটকিয়ে রেখে নির্যাতন চালানো হয়েছে বলে জানা গেছে।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের প্রধান সংগঠক প্রদীপন খীসা এক বিবৃতিতে উক্ত নিরীহ তিন ব্যক্তিকে মারধর ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি অবিলম্বে তাদের ছেড়ে দিয়ে ও বোরখা সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।