গ্রামবাসীরা জানান, সকালে নাউবাই মারমা ঘুম থেকে উঠছেন না দেখে তাঁরা ঘরে গিয়ে কম্বল মোড়ানো লাশ দেখতে পান। ধারণা করা হচ্ছে গণধর্ষনের পর শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়েছে। দিনমজুর স্বামী সুইসাপ্রু মারমা এ সময় বাড়ীতে ছিলেন না।
নিহতের স্বামী গতকাল থানায় একটি হত্যা মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মো. সেলিম, সাহাব উদ্দিন ও ফিরোজ নামে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।