শনিবার, ২৬ মার্চ, ২০১১

খাগড়াছড়ির মানিকছড়িতে এক পাহাড়ি নারী খুন

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার মহামুনি এলাকায় এক পাহাড়ি নারীকে খুন করা হয়েছে। নিহতের নাম নাউবাই মারমা (২৮) গতকাল ২৫ মার্চ ২০১১, শুক্রবার রাতের কোন এক সময় তাঁকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছেশনিবার সকাল ৯টার দিকে নিজ ঘরে কম্বল মোড়ানো অবস্থায় তাঁর লাশ উদ্বার করে পুলিশ। তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

গ্রামবাসীরা জানান, সকালে নাউবাই মারমা ঘুম থেকে উঠছেন না দেখে তাঁরা ঘরে গিয়ে কম্বল মোড়ানো লাশ দেখতে পানধারণা করা হচ্ছে গণধর্ষনের পর শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়েছেদিনমজুর স্বামী সুইসাপ্রু মারমা এ সময় বাড়ীতে ছিলেন না


নিহতের স্বামী গতকাল থানায় একটি হত্যা মামলা করেছেনঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মো. সেলিম, সাহাব উদ্দিন ও ফিরোজ নামে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে