বুধবার, ৬ আগস্ট, ২০১৪

রামগড়ে সেনাবাহিনী কর্তৃক বাড়ি তল্লাশি

সিএইচটি নিউজ বাংলা, ৬ আগস্ট ২০১৪, বুধবার
খাগড়াছড়ি জেলার রামগড়ে সেনাবাহিনী কর্তৃক পাহাড়িদের কয়েকটি বাড়িতে তল্লাশির ঘটনা ঘটেছে। আজ ৬ আগস্ট বুধবার ভোররাতে সিন্দুকছড়ি জোনের এক দল সেনা পাতাছড়া ইউনিয়নের পিলাভাঙা ও তবলা পাড়ায় ৬টি বাড়িতে এ তল্লাশি চালায়।

জানা যায়, সিন্দুকছড়ি জোনের একদল সেনা বুধবার ভোররাত আনুমানিক ৬টার দিকে সন্ত্রাসী খোঁজার নামে পিলাভাঙা ও তবলা পাড়ায় হানা দেয়। এ সময় সেনারা পিলাভাঙা গ্রামের প্রতাপ সিংহ (৫০) পিতা উপেন্দ্র চাকমা, আশানিয়া চাকমা(৩৫) পিতা কর্মধন চাকমা ও বড়ভারত চাকমা(৩৩) পিতা মৃত মাথারাঙা চাকমা’র বাড়ি তল্লাশি চালায়। উল্লেখ্য এর আগেও বেশ কয়েকবার প্রতাপ সিংহ চাকমার বাড়ি তল্লাশি চালিয়েছিলো সেনারা।

একই সময় সেনারা পার্শ্ববর্তী তবলা পাড়ার গ্রাম প্রধান (কার্বারী) সাজেং মারমা(৫৩) পিতা মৃত আম্রা মারমা ও তার পুত্র রুহ্লাঅং মারমা(৩০) এবং মম মার্মা(৪২) পিতা চহ্লাঅং মারমা’র বাড়ি তল্লাশি চালায়।

ব্যাপক তল্লাশির পরও অবৈধ কোন কিছু না পেয়ে পরে সেনারা ক্যাম্পে ফিরে যায়।
----------