মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪

সাজেকে বুদ্ধমূর্তি স্থাপনে প্রশাসনের বাধা!

সিএইচটি নিউজ বাংলা, ২২ জুলাই ২০১৪, মঙ্গলবার

রাঙামাটির সাজেকের গঙ্গারামদোর-এর উজো বাজারের পার্শ্ববর্তী(পূর্বপাশে) জায়গায় 
 ১০ ফুট উচ্চতার একটি বুদ্ধমূর্তি স্থাপন কাজে প্রশাসন কর্তৃক বাধা দেয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, দীর্ঘ কয়েক মাস ধরে এলাকাবাসী উক্ত জায়গায় মাটি কেটে বুদ্ধমূর্তি স্থাপনের স্থান তৈরি করে এবং ইট, বালু, সিমেন্ট সহ যাবতীয় সরঞ্জাম সংগ্রহ করে। আজ ২২ জুলাই মঙ্গলবার দুপুরে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী পুলিশ সহ সেখানে উপস্থিত হয়ে উক্ত স্থানে বুদ্ধমূর্তি স্থাপন করা যাবে না বলে জানিয়ে দেন এবং ওই জায়গায় বিজিবি ক্যাম্প স্থাপন করা হবে বলে জানান। এলাকাবাসী তক্ষণা এর তীব্র প্রতিবাদ জানায় এবং প্রশাসনের এ সিদ্ধান্ত কিছুতেই মেনে নেয়া হবে না বলে তারা ইউএনওকে সাফ জানিয়ে দেয়। পরে এলাকাবাসীর প্রতিবাদের মুখে  ইউএনও বাঘাইছড়িতে ফিরে যেতে বাধ্য হন।

এর প্রতিবাদে এলাকার জনগণ উজো বাজারে প্রতিবাদ মিছিল করেছে এবং বুদ্ধমূর্তি স্থাপনে প্রশাসনের বাধার তীব্র নিন্দা জানিয়েছে।
----------