শনিবার, ১১ জানুয়ারী, ২০১৪

মহালছড়িতে সেনা অভিযানের নামে পাহাড়ি জনগণকে হয়রানি!

সিএইচটি নিউজ বাংলা, ১১ জানুয়ারি ২০১৪, শনিবার

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার লেমুছড়ি ও পাহাড়তলীতে সেনাবাহিনী অভিযানের নামে সাধারণ পাহাড়ি জনগণকে হয়রানি করছে বলে খবর পাওয়া গেছে।

জানা যায়, গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৪টার দিকে মহালছড়ি উপজেলার লেমুছড়ি ও পাহাড়তলী গ্রামে মহালছড়ি জোনের একদল সেনা সদস্য অভিযান চালায়। সেনারা পাহাড়তলী গ্রাম ঘেরাও করে নিরীহ লোকজনকে হয়রানি করে ও বাড়ি তল্লাশি চালায়। এ সময় সেনারা উক্ত গ্রামের সুমন্ত চাকমা নামে একজনকে আটক করে। অবশ্য পরে জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেয়া হয়।

একইভাবে সেনা সদস্যরা লেমুছড়ি গ্রামে অভিযান চালিয়ে গ্রামের নিরীহ লোকজনকে হয়রানি ও জনমনে ভীতি সৃষ্টি করেছে এবং এলাকার ছাত্র-যুবকদের ধাওয়া করেছে বলে জানা গেছে। মহালছড়ি জোনের ওয়ারেন্ট অফিসার মেহেদী হাসানের নেতৃত্বে এ হয়রানিমূলক অভিযান চালানো হয় বলে এলাকার জনগণ অভিযোগ করেছেন।

সেনাবাহিনীর এ ধরনের হয়রানিমূলক অভিযানের ফলে লেমুছড়ি, পাহাড়তলী সহ মহালছড়ির বিভিন্ন জায়গায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। (সূত্র: সিএইচটিনিউজ.কম)