রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৩

কল্পনা চাকমার অপহরণকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে খাগড়াছড়িতে তিন সংগঠনের বিক্ষোভ


সিএইচটি নিউজ বাংলা, ১৩ জানুয়ারি ২০১৩, রবিবার
হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লেঃ ফেরদৌস ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদ  খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে। মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা  কালক্ষেপন না করে অবিলম্বে কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লেঃ ফেরদৌস ও তার সহযোগীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।

আজ ১৩ জানুয়ারি রবিবার বিকাল ৩টায় খাগড়াছড়ি সদরের স্বনির্ভর হতে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে নারাঙহিয়া, কলেজ গেট হয়ে চেঙ্গী স্কোয়ারে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ করেএতে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি উপজেলা ইউনিটের সংগঠক চরণ সিং তঞ্চঙ্গ্যা, হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক শিখা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি নিকোলাস চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সহ সাধারণ সম্পাদক অংকন চাকমা প্রমুখ
বক্তারা সিআইডির তদন্ত রিপোর্টের ভিত্তিতে রাঙামাটি মুখ্য বিচারিক হাকিমের আদালতে কল্পনা চাকমা অপহরণ মামলার শুনানী অনুষ্ঠানকে বিচারের নামে কালক্ষেপন করা হচ্ছে উল্লেখ করে বলেন, চিহ্নিত অপহরণকারীদের গ্রেফতার না করে আদালত যে বিচার কার্য পরিচালনা করছে তা কিছুতেই গ্রহণযোগ্য নয়অপহরণকারীদের চিহ্নিত করা গেলেও কেন তাদেরকে গ্রেফতার ও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে না তা আমাদের বোধগম্য নয়অবিলম্বে চিহ্নিত অপহরণকারী লেঃ ফেরদৌস সহ তার সহযোগীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জানান বক্তারা

বক্তারা আরো বলেন, দীর্ঘ সাড়ে ষোল বছর ধরে তদন্তের নামে কালক্ষেপন করা হলেও সরকার তথা শাসকগোষ্ঠি মূল অপরাধীদের গ্রেফতার না করে তাদেরকে রক্ষা করে এসেছেবিচারের নামেও যদি কালক্ষেপন করে অপরাধীদের রক্ষা করা হয় তাহলে এটা পার্বত্য চট্টগামের জনগণ কিছুতেই মেনে নেবে না

সমাবেশে শেষে আবারো মিছিলটি চেঙ্গী স্কোয়ার থেকে স্বনির্ভরে গিয়ে শেষ হয়

একই দাবিতে বিকাল ৪টায় পানছড়িতেও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছেমিছিলটি কলেজ গেট এলাকা থেকে শুরু হয়ে পানছড়ি বাজারে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ করেএতে গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি থানা শাখার সভাপতি বরুণ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের পানছড়ি থানা শাখার সভাপতি বিবর্তন চাকমা ও সাধারণ সম্পাদক সুমেধ চাকমা বক্তব্য রাখেন

অপরদিকে আজ বিকালে দিঘীনালায় বিক্ষোভ মিছিল এবং লেঃ ফেরদৌসের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। মিছিলটি ইউপিডিএফের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা কমপ্লেক্স ঘুরে লার্মা স্কোয়ারে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর দিঘীনালা ইউনিটের সংগঠক কিশোর চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের দিঘীনালা কলেজ শাখার সাধারণ সম্পাদক বিজয় চাকমা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, কল্পনা চাকমা অপহরণ বিষয়ে গত ২৬ ডিসেম্বর ২০১২ সিআইডি'র দাখিলকৃত চূড়ান্ত তদন্ত রিপোর্টের উপর আজ ১৩ জানুয়ারি রবিবার দুপুরে রাঙামাটি জেলা মুখ্য বিচারিক হাকিমের (সিএমএম) আদালতে শুনানী অনুষ্ঠিত হয়শুনানী শেষে রাঙামাটি জেলার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সিরাজুদ্দৌল্লা কুতুবী আগামী ১৬ জানুয়ারি আবারো নতুন শুনানীর তারিখ ধার্য্য করেন

ইতিমধ্যে পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠন এবং ব্যক্তি ইতিমধ্যে সিআইডির তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেছে এবং নিরপেক্ষ তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়েছে।#
............