মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৩

কল্পনা চাকমার অপহরণকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে খাগড়াছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ


সিএইচটি নিউজ বাংলা, ১৫ জানুয়ারি, ২০১৩, মঙ্গলবার
হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লেঃ ফেরদৌস, নুরুল হক ও সালেহ আহম্মদকে গ্রেফতার ও শাস্তির দাবিতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) আজ ১৫ জানুয়ারি মঙ্গলবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে

পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি কলেজ শাখার উদ্যোগে সকাল ১১টায় খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়মিছিলটি কলেজের দক্ষিণ গেট হয়ে মহাজন পাড়া ঘুরে চেঙ্গী স্কোয়ারে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সহ সাধারণ সম্পাদক অংকন চাকমা, কলেজ শাখার সহ সভাপতি সুনায়ন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক শিখা চাকমা বক্তব্য রাখেনপাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি কলেজ শাখার সহ সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ত্রিপুরা সমাবেশ পরিচালনা করেন

বক্তারা কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারীদের অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, কল্পনার অপহরণকারীরা চিহ্নিত হওয়া সত্ত্বেও তাদের গ্রেফতার না করে দীর্ঘ ষোল বছর ধরে তদন্তের নামে কালক্ষেপন করা হয়েছেকাজেই আর কালপেন নয় অপরাধীদের অবশ্যই গ্রেফতার করে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে

বক্তারা কল্পনা অপহরণ বিষয়ে সিআইডির চূড়ান্ত তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করে বলেন, এ রিপোর্ট পক্ষপাতদুষ্ট, একপেশে ও অসঙ্গতিপূর্ণঅপহরণ ঘটনার সাথে লেফটেন্যান্ট ফেরদৌস, নুরুল হক ও সালেহ আহম্মদের জড়িত থাকার পক্ষে পর্যাপ্ত তথ্য প্রমাণ ও সাক্ষ্য থাকার পরও রিপোর্টে তাদের কাউকে অভিযুক্ত করা হয়নি

বক্তারা পুনঃনির্ধারিত আগামী ১৬ জানুয়ারি সিআইডির তদন্ত রিপোর্টের উপর শুনানির দিনে যদি আদালত পপাতদুষ্ট উক্ত রিপোর্ট প্রত্যাখ্যান না করে আবারও ষড়যন্ত্রমূলক দীর্ঘসূত্রিতার আশ্রয় নেয় তাহলে পার্বত্য চট্টগ্রামের জনগণ তার বিরুদ্ধে আবারো কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১১ জুন দিবাগত রাতে রাঙামাটি জেলার বাঘাইছড়ি থানাধীন নিউ লাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে সেনাবাহিনীর কমান্ডার লেঃ ফেরদৌস ও তার সহযোগীদের দ্বারা হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা অপহৃত হনঅপহরণের পর আজো তার কোন খোঁজ পাওয়া যায়নিসর্বশেষ গত ২৬ সেপ্টেম্বর ২০১২ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ(সিআইডি) কল্পনা চাকমাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি বলে চূড়ান্ত তদন্ত রিপোর্ট দাখিল করেছে।#
.............