সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৩

কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বাঘাইছড়িতে বিক্ষোভ


সিএইচটি নিউজ বাংলা, ১৪ জানুয়ারি ২০১৩, সোমবার
হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লেঃ ফেরদৌস, নুরুল হক ও সালেহ আহম্মদকে গ্রেফতার ও শাস্তির দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম আজ ১৪ জানুয়ারি সোমবার রাঙামাটির বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেবিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা কল্পনা চাকমা অপহরণের পপাতদুষ্ট সকল তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করে অবিলম্বে চিহ্নিত অপহরণকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন

বাঘাইছড়ি উপজেলা মাঠ থেকে বেলা ২টায় একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনীতে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক অঙ্গদ চাকমা, সাজেক ইউনিয়ন শাখার সভাপতি রিপন চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসেন্টু চাকমা বক্তব্য রাখেনরাঙাচান চাকমা সমাবেশ পরিচালনা করেন

বক্তারা বলেন, গতকাল রবিবার ১৩ জানুয়ারি রাঙামাটি মুখ্য বিচারিক হাকিম আদালতে সিআইডির দাখিল করা চূড়ান্ত তদন্ত রিপোর্টের ভিত্তিতে কল্পনা চাকমা অপহরণ মামলার শুনানী অনুষ্ঠিত হলেও আদালত পক্ষপাতদুষ্ট এ তদন্ত রিপোর্টটি প্রত্যাখ্যান করেনি এবং চিহ্নিত অপহরণকারীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করতে ব্যর্থ হয়েছেযে তদন্ত রিপোর্ট মামলার বাদী কালিন্দী কুমার চাকমা ও পার্বত্য চট্টগ্রামের আপামার জনগণ সহ দেশের বিবেকবান তথা গণতান্ত্রিক চেতনাসম্পন্ন সকল নাগরিকগণ প্রত্যাখ্যান করেছে সে রিপোর্টের আর কোন বৈধতা থাকতে পারে না

বক্তারা বলেন, কল্পনার অপহরণকারীগণ চিহ্নিত, তাদের গ্রেফতার ও বিচারের দাবি হচ্ছে পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশের বিবেকবান তথা গণতান্ত্রিক চেতনাসম্পন্ন সকল নাগরিকদের অভিন্ন দাবিতা না করে সরকার অহেতুক কালক্ষেপণের মাধ্যমে অপহরণকারীদের রক্ষার অপপ্রয়াস চালাচ্ছেপুনঃনির্ধারিত আগামী ১৬ জানুয়ারি সিআইডির তদন্ত রিপোর্টের উপর শুনানির দিনে যদি আদালত পক্ষপাতদুষ্ট উক্ত রিপোর্ট প্রত্যাখ্যান না করে আবারও ষড়যন্ত্রমূলক দীর্ঘসূত্রিতার আশ্রয় নেয় তাহলে পার্বত্য চট্টগ্রামের জনগণ তা কিছুতেই মেনে নেবে না

বক্তারা শুনানীর নামে কালক্ষেপন না করে অবিলম্বে কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লেঃ ফেরদৌস, নুরুল হক ও সালেহ আহম্মদকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান