সিএইচটি নিউজ বাংলা, ১৩ জানুয়ারি ২০১৩, রবিবার
পার্বত্য চট্টগ্রামসহ দেশ-বিদেশে বহুল আলোচিত হিল উইমেন্স
ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমা অপহরণ মামলার শুনানী আজ ১৩ জানুয়ারি রবিবার
রাঙামাটি মুখ্য বিচারিক আদালতে অনুষ্ঠিত হচ্ছে। সিআইডি কর্তৃক দাখিল করা চূড়ান্ত
তদন্ত রিপোর্টের ভিত্তিতে আজকের এ শুনানী অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।
ইতিমধ্যে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সংগঠন সিআইডির দাখিল
করা তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করে পুনঃ তদন্ত এবং চিহ্নিত অপহরণকারী লেঃ ফেরদৌস
ও তার দোসরদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে পার্বত্য চট্টগ্রাম সহ
ঢাকা-চট্টগ্রামে ব্যাপক বিক্ষোভ করেছে। কল্পনা চাকমার ভাই কালিন্দ কুমার চাকমাও
সিআইডির তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। কল্পনা
চাকমার চিহ্নিত অপহরণকারীদের রক্ষা করে আদালত যদি কোন সিন্ধান্ত দেয় তাহলে আবারো
কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারী দিয়েছে প্রতিবাদী সংগঠনগুলো। এ বিষয়ে আদালত কি
সিদ্ধান্ত দেয় তা এখন দেখার বিষয়।
উল্লেখ্য, হিল উইমেন্স ফেডারেশন
নেত্রী কল্পনা চাকমা ১৯৯৬ সালের ১২ জুন (১১ জুন মধ্যরাত) রাঙামাটির বাঘাইছড়ি থানাধীন
নিউ লাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে কজইছড়ি ক্যাম্পের তৎকালীন কমান্ডার লেঃ ফেরদৌস
ও তার সশস্ত্র সহযোগীদের দ্বারা অপহৃত হন।
২০১০ সালের ২১ মে বাঘাইছড়ি থানার তৎকালীন
এস আই ফারুক আহম্মদ কল্পনা চাকমা অপহরণ বিষয়ে চূড়ান্ত রিপোর্ট দাখিল করেন। রিপোর্টে তিনি অপহরণকারীদের
সনাক্ত করতে ও কল্পনা চাকমার অবস্থান সম্পর্কে ধারণা দিতে ব্যর্থ হন। মামলার বাদী কল্পনা
চাকমার ভাই কালিন্দী কুমার চাকমা এই রিপোর্টের বিরুদ্ধে নারাজী আবেদন জানালে আদালত
সিআইডি দ্বারা তদন্ত করানোর নির্দেশ দেন।
এরপর সিআইডি’র মোঃ শহীদুল্লাহ ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর কল্পনা চাকমার কোন
খোঁজ পাওয়া যায়নি এবং ভবিষ্যতে কল্পনা চাকমাকে উদ্ধারের মত কোন লক্ষণ দেখা যাচ্ছে
না বলে চূড়ান্ত তদন্ত রিপোর্ট দাখিল করেন।#
........