শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১২

রাঙামাটি শহরে সন্তু গ্রুপ কর্তৃক এক কলেজ ছাত্র অপহৃত


সিএইচটি নিউজ বাংলা, ২২ সেপ্টেম্বর ২০১২, শনিবার
রাঙামাটি শহরের কল্যাণপুর থেকে সন্তু গ্রুপ কর্তৃক গতকাল শুক্রবার রাত ১১টার দিকে রাঙামাটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র কুমেন্টু চাকমাকে অপহরণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে কি কারণে তাকে অপহরণ করা হয়েছে তা জানা যায়নি।

কুমেন্টু চাকমার বাড়ি রাঙামাটির জুরাছড়ি উপজেলার ধামেপাড়া বা পানছড়ি গ্রামেতার পিতার নাম ধন মোহন চাকমা ও মাতার নাম পাদলী চাকমাতিনি রাঙামাটি শহরের কল্যাণপুরের গাত্তোপাড়ায় বাসাভাড়ায় থেকে রাঙামাটি কলেজে পড়াশোনা করছেন

ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা আজ শনিবার ২২ সেপ্টেম্বর ২০১২ এক বিবৃতিতে এ অপহরণ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন

অপহরণের জন্য তিনি সন্তু লারমার লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের দায়ি করে অবিলম্বে কুমেন্টু চাকমাকে অক্ষত অবস্থায় মুক্তি দেয়ার দাবি জানান

ইউপিডিএফ নেতা অভিযোগ করে বলেন, 'সরকার সন্তু লারমাকে দিয়ে জুম্ম জাতীয় অস্তিত্ব ধ্বংসের নীলনকসা বাস্তবায়নে উঠে পড়ে লেগেছেযে কাজ আগে সেনাবাহিনীকে দিয়ে করানো হতো এখন তা করানো হচ্ছে সন্তু লারমার ঠ্যাঙারে বাহিনীকে দিয়েকিন্তু পার্বত্য চট্টগ্রামের জনগণ সরকারের এই ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে এবং জাতীয় বেঈমান সরকারের নিকৃষ্ট দালাল সন্তু লারমাকে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপ করবে'