বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১১

লংগদুতে এক পহাড়ি স্কুলছাত্রী ধর্ষিত

সিএইচটি নিউজ বাংলা, ১৬ জুন ২০১১

রাঙামাটির লংগদু উপজেলার আটারক ছড়া ইউনিয়নে গতকাল বুধবার দুপুরে সেটলার কর্তৃক এক পাহাড়ি স্কুল ছাত্রী ধর্ষিত হয়েছেএ ঘটনায় ধর্ষক ইব্রাহমীকে(৩০) আটক করেছে পুলিশ খবর বাংলানিউজটোয়েন্টিফোর.কমের।

স্থানীয়রা জানায়, বুধবার দুপুর ২টার দিকে ছোট দুই ভাইবোনকে সঙ্গে নিয়ে বাড়িতে অবস্থান করছিল মেয়েটিসুযোগ বুঝে ইব্রাহীম মেয়েটির মুখ ও হাত-পা ওড়না দিয়ে বেঁধে জোড়পূর্বক পাশের জঙ্গলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেএ সময় মেয়েটির ভাইবোন তাকে না দেখে কাঁদতে শুরু করেকান্নার শব্দ পেয়ে স্থানীয়রা তাদের কাছে গিয়ে ঘটনা শুনে জঙ্গল থেকে মেয়েটিকে উদ্ধার করে

এ সময় ধর্ষক ইব্রাহীম পালিয়ে যেতে সক্ষম হলেও পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর তাকে আটক করে পুলিশে সোপর্দ করে

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষিত মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে