বৃহস্পতিবার, ৫ মে, ২০১১

খাগড়াছড়ির লক্ষীছড়িতে বোরখা পার্টির সন্ত্রাসী কর্তৃক চেয়ারম্যান প্রার্থী সুপার জ্যোতি চাকমাকে অপহরণ, পরে মুক্তি লাভ

সিএইচটি নিউজ বাংলা, ৫ মে ২০১১

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার ৩নং বর্মাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সুপার জ্যোতি চাকমাকে অপহরণের পর মুক্তি দিয়েছে সেনা-সৃষ্ট বোরখা পার্টির সন্ত্রাসীরা আজ ৫ মে বৃহস্পতিবার সকালে মনোনয়ন পত্র জমা দিতে লক্ষীছড়িতে গেলে সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যায়। সারাদিন জিম্মি রাখার পর বিকাল ৫টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়।

মুক্তির পাওয়ার পর সুপার জ্যোতি চাকমা সিএইচটি নিউজ বাংলাকে জানান, আজ মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন হওয়ায় সকালে তিনি লক্ষীছড়িতে যান। সকাল ১০ টার সময় সোনালী ব্যাংক থেকে মনোনয়ন পত্র সংক্রান্ত দাপ্তরিক কাজ কর্ম সেরে বের হবার পথে কয়েকজন সন্ত্রাসী তাকে কথা আছে বলে ডেকে নিয়ে যায়৷ এরপর তাকে থানার কাছাকাছি জুর্গাছড়ি গ্রামের একটি বাড়িতে নিয়ে গিয়ে সারাদিন জিম্মি করে রাখে এসময় সন্ত্রাসীরা তার মোবাইল ফোনও কেড়ে নেয়। পরে বিকাল ৫টায় মনোনয়ন পত্র জমাদানের সময় শেষ হলে সন্ত্রাসীরা তাকে মুক্তি দিয়ে মোটর সাইকেল তুলে দেয়। যার কারণে আজ তিনি মনোনয়ন পত্র জমা দিতে পারেননি।

এছাড়া সন্ত্রাসীরা প্রত্যেক চেয়ারম্যান প্রার্থী থেকে ২০ হাজার, মেম্বার প্রার্থী থেকে ১০ হাজার এবং সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী থেকে ১৫ হাজার টাকা করে জোরপূর্বক চাঁদা আদায় করেছে বলেও সুপার জ্যোতি চাকমা জানান। চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে তাকে মনোনয়ন পত্র জমা দিতে বাধা দেয়া হয় ফলে অনিচ্ছা সত্ত্বেও প্রার্থীরা অনিল চাকমার নিকট এ টাকাগুলো প্রদান করতে বাধ্য হয়েছে

তিনি জানান, তাকে জিম্মি রাখার সময় অনিল চাকমার নেতৃত্বে ১০/১২ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী ছিলপ্রশাসনের নাকের ডগায় সন্ত্রাসীরা অবস্থান করলেও প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করেনি

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটি ফ্রন্ট (ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা ইউনিটের প্রধান সংগঠক প্রদীপন খীসা এক বিবৃতিতে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন

বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এসব সন্ত্রাসীরা প্রশাসনের নাগের ডগায় এ ধরনের অপকর্ম করলেও প্রশাসন সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন পদপে গ্রহণ করছে না৷ বরং সন্ত্রাসীদের অপকর্ম করতে সেনাবাহিনী ও প্রশাসন উত্‍সাহ যুগিয়ে যাচ্ছে ফলে সন্ত্রাসীরা অপকর্ম করতে উত্‍সাহিত হচ্ছে

বিবৃতিতে তিনি অবিলম্বে বোরখা পার্টির সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন