বুধবার, ১১ মে, ২০১১

রামগড় হামলার প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ

সিএইচটি নিউজ বাংলা, ১১ মে ২০১১

খাগড়াছড়ির রামগড়ে সহিংস হামলার প্রতিবাদে গত ১০ মে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনস্থ ফরেন ও কমনওয়েলথ অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে


জুম্ম পিপলস নেটওয়ার্ক-যুক্তরাজ্য এই বিক্ষোভের আয়োজন করে জেপিএন-ইউকে'র সদস্যরা ছাড়াও এতে উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির নেতা আনসার আহমেদ উল্লাহ, সিনহলা ফাউন্ডেশনের কমল রাজাপাকসে, ক্রিশ্চিয়ান পিপল এ্যালায়েন্স-এর এ্যালান ক্রেগ, অনুরা সেনেভিরাতন এবং ডি ব্রুনেটি


পরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বরাবর একটি পিটিশন ও গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্স এর একটি চিঠি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের হাতে তুলে দেয়া হয় এসবের কপি সাবেক স্বরাষ্ট্র ও বিচার মন্ত্রী জেক স্ট্রর কাছেও দেয়া হয়৷ এ সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন