বান্দরবানের রুমায় সেনা গ্যারিসন সম্প্রসারণের লক্ষে ৯,৫৬০ একর এবং বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)-এর স্থাপনা নির্মাণের লক্ষে ২৫ একর ভূমি অধিগ্রহণ বন্ধের দাবিতে এলাকাবাসী লংমার্চ করে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেছে।
আজ ৩ মে ২০১১, মঙ্গলবার ভূমি অধিকার সংরক্ষণ কমিটি ও রুমা জনসাধারণের ব্যানারে তারা এ লংমার্চ করে। রুমা উপজেলা সদর সহ গ্যালেঙ্গা, পান্তুলা, সেংগুম ও পলি মৌজার শত শত নারী-পুরুষ এ লংমার্চে অংশগ্রহণ করে। লংমার্চটি ভোর ৪টায় রুমা বাজার থেকে শুরু হয়ে দীর্ঘ ৩৭ কিলোমিটারের পথ পায়ে হেঁটে বিকাল ৪:৩০ টার সময় বান্দরবান জেলা সদরে এসে পৌঁছায়।
এরপর প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে ভূমি অধিকার সংরক্ষণ কমিটির আহ্বায়ক লুপ্রু মারমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ভূমি অধিকার সংরক্ষণ কমিটির সদস্য সচিব মংসাচিং মারমা, হেডম্যান নুংলাই ম্রো, জুমলিয়ান বম, উসোচিং মারমা, এডভোকেট বাসিংথোয়াই মারমা, চুইহাপ্রু মারমা ও অংসাচিং মারমা প্রমুখ।
সমাবেশ শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে প্যারাকমান্ডো ট্রেনিং সেন্টার নির্মাণের নামে ৯,৫৬০ একর ভুমি অধিগ্রহণ প্রক্রিয়া বাতিল ও বর্ডার গার্ড বাংলাদেশ-এর স্থাপনা নির্মাণের জন্য আদিবাসীদের ভোগ দখলীয় ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া বন্ধ করার দাবি জানানো হয়।