শুক্রবার, ২০ মে, ২০১১

রামগড়ে সেটলার হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে এমএসসিও

সিএইচটি নিউজ বাংলা, ২০ মে ২০১১

ভারতের ত্রিপুরা ভিত্তিক সংগঠন এম.এস.সি.ও (মগ সোসিও কালচারাল অর্গানাইজেশন)-এর পক্ষ থেকে গত ১৭ এপ্রিল খাগড়াছড়ি জেলার রামগড়ে সেটলার হামলার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে

গতকাল ১৯ মে, বৃহস্পতিবার সংগঠনটির সাধারণ সম্পাদক দোঅং মগ সিএইচটি নিউজ বাংলায় পাঠানো এক বার্তায় বলেন, আমি ভারতের এম.এস.সি.ও (মগ সোসিও কালচারাল অর্গানাইজেশন)-এর পক্ষ থেকে বাংলাদেশের রামগড় এবং খাগড়াছড়িতে যে ঘটনা সেটলার কর্তৃক হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছিএই ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি শোক এবং বেদনা জ্ঞাপন করছি পাশাপাশি আহতদের দীর্ঘায়ু কামনা করছি