১৭ এপ্রিল রামগড়ে সেটলার হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের শিক্ষার্থীরা বইপত্র ও শিক্ষা সামগ্রী হারিয়ে এখনো স্কুলে যেতে পারছে না। এর মধ্যে ৮৭ জন শিক্ষার্থীর তালিকা পাওয়া গেছে। তবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীর সংখ্যা ১৪০ জনের অধিক বলে সূত্রগুলো জানিয়েছে। সরকারীভাবে এখনো এসব শিক্ষার্থীদের জন্য বইপত্র ও শিক্ষা সামগ্রী সরবরাহ করা হয়নি। ফলে তাদের লেখা-পড়া কার্যক্রম ব্যাহত হওয়ার উপক্রম হয়েছে।
একটি হিসাব মতে, রিয়ংমরম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ৯ জন, দ্বিতীয় শ্রেণীর ৭ জন, ৩য় শ্রেণীর ১৬ জন, ৪র্থ শ্রেণীর ৮ জন ও পঞ্চম শ্রেণীর ৩ জন এবং রিয়ংমরম পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ৭ জন, সপ্তম শ্রেণীর ৪ জন ও অষ্টম শ্রেণীর ৩ জন শিক্ষার্থীর বই হামলার সময় আগুনে পুড়ে গেছে।
এছাড়া বড় পিলাক নিউ কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মধ্যে ৮ জন ১ম শ্রেণীর, ৫ জন ২য় শ্রেণীর, ৯ জন ৩য় শ্রেণীর, ৫ জন ৪র্থ শ্রেণীর এবং ৩ জন ৫ম শ্রেণীর।
অবিলম্বে এসব শিক্ষার্থীদের জন্য বইপত্রসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী সরবরাহ করা না হলে তাদের লেখা পড়া বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাজেই এসব শিক্ষার্থীরা যাতে ঠিকমত পড়ালেখা করতে পারে সেজন্য অভিভাবক ও শিক্ষকবৃন্দ বইপত্র সহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী সংগ্রহের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।