সোমবার, ৯ মে, ২০১১

রুমায় সেনাবাহিনীর ডাকা মিটিং বয়কট করেছে পাহাড়িরা

সিএইচটি নিউজ বাংলা, ৯ মে ২০১১


বান্দরবানের রুমায় সেনাবাহিনীর ডাকা মিটিং পাহাড়িরা বয়কট করেছে বলে জানা গেছে আজ ৯ মে সোমবার সকাল ১০টায় রুমা উচ্চ বিদ্যালয় মাঠে রুমা জোন কমান্ডার লে. কর্নেল ইমতিয়াজ এ মিটিঙের আহ্বান করে


জানা যায়, আজ রুমা বাজারের হাট বার হওয়ায় সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে মাইকিং করে মিটিঙে উপস্থিত থাকার জন্য পাহাড়িদের উদ্দেশ্যে জানিয়ে দেয়া হয় এরপর সেনারা রুমা উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে চেয়ার-টেবিল সাজিয়ে মিটিঙের জন্য মাঠ প্রস্তুত করে এ সময় লে. কর্নেল ইমতিয়াজ মিটিঙের স্থলে উপস্থিত না হলেও ১০/১২ জন সেনা সদস্য সেখানে উপস্থিত ছিল কিন্তু সকাল ১১টা পর্যন্ত অপেক্ষা করেও কোন পাহাড়ি মিটিঙে উপস্থিত না হলে পরে সেনারা চেয়ার-টেবিল গুটিয়ে মাঠ থেকে চলে যায়আগামী ১১ মে আবারো মিটিং আহ্বান করা হয়েছে বলে সূত্র জানিয়েছে


আজকের মিটিংটা কি কারণে ডাকা হয়েছে তা জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে রুমা সেনা গ্যারিসন সম্প্রসারণের লক্ষ্যে পাহাড়িদের ৯,৫৬০ একর ও বিজিবি ক্যাম্প স্থাপনের নামে ২৫ একর জায়গা অধিগ্রহণের প্রতিবাদে গত ৩ মে রুমা এলাকাবাসী বান্দরবান সদর অভিমুখে লংমার্চ করার প্রতিক্রিয়ার অংশ হিসেবে এ মিটিং ডাকা হতে পারে