শুক্রবার, ১১ মার্চ, ২০১১

দিঘীনালা ও নান্যাচরে সেনাবাহিনী কর্তৃক দুই ব্যক্তি আটক

খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার নাড়েইছড়ি এলাকার ভারত সীমান্তবর্তী মিইনি দজর পাড়া থেকে সেনাবাহিনী এক ব্যক্তিকে আটক করেছে বলে জানা গেছেআটককৃত ব্যক্তির নাম রাঙা রঞ্জন চাকমা (২৭) পিতা- ফুল রাজ চাকমা৷ আজ ১১ মার্চ সকাল ৭ টার সময় এ আটকের ঘটনা ঘটে সেনাবাহিনী উক্ত গ্রামে হানা দিয়ে বাড়ি ঘরে তল্লাশি চালায় এ সময় তারা রাঙা রঞ্জন চাকমার বাড়ি থেকে ভারতীয় মুদ্রা পাওয়া গেছে অভিযোগ করে তাকে আটক করে পেশায় সে একজন দোকানদার। আটকের পর তাকে সঙ্গে নিয়ে সেনাবাহিনী বিভিন্ন জায়গায় কম্বিং অপারেশন চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ৪টা) পাওয়া খবরে জানা গেছে সেনাবাহিনী কগেইয়াতলী এলাকায় অবস্থান করছে

অন্যদিকে আজ বিকাল আনুমানিক ৪টার সময় রাঙামাটি জেলার নান্যাচর বাজার থেকে সেনাবাহিনী গণতান্ত্রিক যুব ফোরামের এক সদস্যকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে। তার নাম আদি শংকর চাকমা (৩০)৷ সে নান্যাচরের উত্তর ফিরিঙ্গি পাড়ার বাসিন্দা এবং গণতান্ত্রিক যুব ফোরামের চট্টগ্রাম বন্দর থানা শাখার দপ্তর সম্পাদক আটকের পর তাকে নান্যাচর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে