মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৩

দিঘীনালায় সন্তু গ্রুপ কর্তৃক এক স্কুল ছাত্র অপহৃত

সিএইচটি নিউজ বাংলা, ১০ ডিসেম্বর ২০১৩, মঙ্গলবার

খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার মেরুং ইউনিয়নের রেংকার্য্যা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র সুমন চাকমাকে(১৪) সন্তু গ্রুপ কর্তৃক অপহরণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। সে শিমুলতলী গ্রামের লক্ষ্যমুনি চাকমার ছেলে।

জানা যায়, গত রাত আনুমানিক সাড়ে ১২টার সময় সন্তু গ্রুপের সন্ত্র্রাসীরা লক্ষ্যমুনি চাকমার বাড়িতে গিয়ে ঘুম থেকে তুলে সুমন চাকমাকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি।