সিএইচটি নিউজ বাংলা, ১০ ডিসেম্বর ২০১৩, মঙ্গলবার
খাগড়াছড়ির মানিকছড়ি ও রামগড় উপজেলায় সেনাবাহিনী ইউপিডিএফ নেতা ক্যহ্লাচিং মারমার বাড়ি
সহ বেশ কয়েকটি বাড়ি তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, গতকাল ৯ ডিসেম্বর
সোমবার থেকে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযান চলাকালে রাত আনুমানিক সাড়ে ১০টার
দিকে একদল সেনা সদস্য মানিকছড়ি উপজেলার বাটনাতলী গ্রামে ইউপিডিএফ নেতা ক্যহ্লাচিং মারমার
বাড়ি ঘেরাও করে ও বাড়ির সকল জিনিসপত্র তন্নতন্ন করে তল্লাশি চালায়। কোন কিছু না পেয়ে
পরে সেনারা চলে যায়।
এছাড়া সেনারা গুজাপাড়ার
কসম ত্রিপুরার বাড়িতেও তল্লাশি চালিয়েছে বলে জানা গেছে।
এদিকে, রামগড় উপজেলার পিলাভাঙা
গ্রামে যুব লাল চাকমা, প্রতাপ সিংহ চাকমা ও মনাবী চাকমার বাড়িতেও সেনারা তল্লাশি চালিয়েছে
বলে খবর পাওয়া গেছে।