সিএইচটি নিউজ বাংলা, ১০
ডিসেম্বর ২০১৩, মঙ্গলবার
প্রচার কার্যে মনোনীত নেতা-কর্মী
ও সমর্থকদের অন্যায়ভাবে ধরপাকড়, হয়রানি ও এলাকায় জনমনে ভয়-ভীতি সঞ্চারের লক্ষ্যে তল্লাশীর
নামে সেনা অভিযানের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়ে আজ ১০ ডিসেম্বর মঙ্গলবার
সংবাদ মাধ্যমে এক যুক্ত বিবৃতি দিয়েছেন আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং পার্বত্য
খাগড়াছড়ি আসনের প্রার্থী ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর কেন্দ্রীয়
সভাপতি প্রসিত খীসা ও দলের কেন্দ্রীয় সদস্য উজ্জ্বল স্মৃতি চাকমা।
সংবাদ মাধ্যমে প্রদত্ত
বিবৃতিতে প্রসিত খীসা ও উজ্জ্বল স্মৃতি চাকমা
নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরুর পূর্বেই পরিকল্পিতভাবে দলের নেতা-কর্মী ও
সমর্থকদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার, রিমান্ডে প্রেরণ ও হয়রানি এবং এক বিশেষ
প্রার্থীর পক্ষে সেনা সদস্যদের ভোট প্রার্থনার ঘটনাকে পুরোপুরি নির্বাচনী আচরণ বিধি
লংঘন এবং প্রশাসন ও রাষ্ট্রীয় বাহিনীর পক্ষপাতমূলক আচরণ বলে মন্তব্য করেন।
বিবৃতিতে ইউপিডিএফ নেতৃদ্বয়
অনতিবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি, হয়রানিমূলক তল্লাশি বন্ধ করে বিশেষ দল
ও ব্যক্তির এজেন্ডা বাস্তবায়নে সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের বিতর্কিত ভূমিকায় জড়িয়ে
না পড়ার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে আসন্ন নির্বাচনে
২৯৮ নং পার্বত্য খাগড়াছড়ি আসনের প্রার্থীদ্বয় প্রশাসনকে সাংবিধানিক দায়িত্ব ভিন্ন অন্য
কোন বিশেষ দল বা ব্যক্তির এজেন্ডা বাস্তবায়নে নিজেদের বিতর্কিত না হবার আহ্বান জানান।