সিএইচটি নিউজ বাংলা, ১০
ডিসেম্বর ২০১৩, মঙ্গলবার
দিঘীনালা: খাগড়াছড়ির দিঘীনালা
উপজেলার বানছড়ায় অবস্থিত বড়াদাম ক্যাম্পের সেনা সদস্যদের হামলায় ৩ পাহাড়ি নারী আহত
হয়েছেন। আহতরা হলেন- সান্ত্বনা চাকমা(৪৫), স্বামী- ভদ্রদাস চাকমা, সীমা চাকমা(১৮) পিতা-
শান্তিময় চাকমা ও আয়না চাকমা(১৮) পিতা মরতছবো চাকমা। আজ ১০ ডিসেম্বর মঙ্গলবার দুপুর
আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে
সান্ত্বনা চাকমা, সীমা চাকমা ও আয়না চাকমা দিঘীনালা ইউনিয়নের বানছড়াস্থ বড়াদাম সেনা
ক্যাম্পের পাশ্ববর্তী নিজ ভোগ দখলীয় জায়গায় কাজ করতে গেলে ওই ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার(সুবেদার)
তাদের বাধা দেয়। এ সময় ওই তিন নারী প্রতিবাদ করলে সুবেদার তার দলবল নিয়ে তাদের উপর
হামলা চালায়। এসময় সেনা সদস্যদের লাঠির আঘাতে ওই তিন নারী মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর
আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে দিঘীনালা স্বাস্থ্য কমপ্লেক্সে
ভর্তি করে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন
রয়েছেন।