সিএইচটি নিউজ বাংলা, ৯
ডিসেম্বর ২০১৩, সোমবার
খাগড়াছড়ির দিঘীনালা ও মহালছড়ি
উপজেলায় আজ ৯ ডিসেম্বর সোমবার সেনাবাহিনী ও পুলিশ গণতান্ত্রিক যুব ফোরাম ও পিসিপি’র
৯ নেতা-কর্মীকে আটক করেছে। মহালছড়িতে আটককৃতরা হলেন, গণতান্ত্রিক যুব ফোরামের মহালছড়ি
উপজেলা শাখার সভাপতি পলাশ চাকমা, সাংগঠনিক সম্পাদক নিদর্শন চাকমা ও সদস্য পুতুল চাকমা।
জানা যায়, যুব ফোরামের
নেতারা সাংগঠনিক কাজে মহালছড়ি বাসস্টেশন এলাকায় গেলে বিকেল সাড়ে ৪টার সময় একদল সেনা
সদস্য তাদের আটক করে নিয়ে যায়। কি কারণে তাদেরকে আটক করা হয়েছে তা জানা যায়নি।
অপরদিকে, বিকেল ৫টার সময়
দিঘীনালা থানা সামনে থেকে পুলিশ পিসিপি’র ৬ নেতা-কর্মীকে আটক করেছে। আটককৃতরা হলেন-
পাহাড়ি ছাত্র পরিষদের দিঘীনালা কলেজ শাখার সাধারণ সম্পাদক রূপেন্দু চাকমা, সাংগঠনিক
সম্পাদক জহেল চাকমা ও দপ্তর সম্পাদক জীবন চাকমা, শান্তিপুর স্কুল কমিটির সভাপতি কমল
চাকমা, বাঘাইছড়ি থানা শাখার সদস্য নিরব চাকমা ও যুব ফোরামের সদস্য নন্টু চাকমা।