রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩

মানিকছড়িতে সেটলা বাঙালি কর্তৃক এক পাহাড়ি নারীকে ধর্ষণের অভিযোগ

সিএইচটি নিউজ বাংলা, ১৫ ডিসেম্বর ২০১৩, রবিবার

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নের দাজ্যা পাড়ায় সেটলার বাঙালি কর্তৃক এক পাহাড়ি নারীকে (১৭)ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, গতকাল ১৪ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় ওই নারী বাড়ি থেকে আধ কিলোমিটার দূরে জঙ্গল থেকে লাকড়ি আনতে যায়। এ সময় তাকে তিনটহরীর বড়টিলা গ্রামের শামসুল(৩০) নামে এক সেটলার বাঙালি একা পেয়ে  তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বাড়িতে ফিরে ওই নারী বাড়ির লোকজনকে ঘটনাটি জানায়। তবে এ ব্যাপারে থানায় কোন অভিযোগ দেয়া হয়নি বলে থানা সূত্রে জানা গেছে। তবে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্তী মেয়েটির পরিবারের লোকজনের বরাত দিয়ে জানিয়েছেন, মেয়েটিকে টানাহেঁচড়ার ঘটনা ঘটলেও ধর্ষণের ঘটনা ঘটেনি।