শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৩

সাজেকে সন্তু গ্রুপ কর্তৃক দুই ব্যক্তি অপহৃত

সিএইচটি নিউজ বাংলা, ২০ ডিসেম্বর ২০১৩, শুক্রবার

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাজলঙ এলাকার এগুজ্জেছড়ি থেকে সন্তু গ্রুপের সন্ত্রাসী কর্তৃক দুই ব্যক্তি অপহৃত হয়েছেন। অপহৃতরা হলেন- এগুজ্জেছড়ি গ্রামের সমর বিজয় চাকমা ওরফে দেবাশীষ(৩২) পিতা- পঞ্চরতন চাকমা ও ধনগুলো চাকমা ওরফে আদর্শ(২৮) পিতা- দুর্গমোহন চাকমা। গতকাল ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র ক্যাডার সুমন চাকমার নেতৃত্বে ১৫ জনের একদল সন্ত্রাসী বৃহস্পতিবার রাত ৯টার দিকে এগুজ্জেছড়ি গ্রামে হানা দেয়। এসময় সন্ত্রাসীরা সমর বিজয়, ধনগুলো ও কালায়া চাকমাকে অপহরণ করে নিয়ে যায়। তাদের মধ্য থেকে রাতে মাজলঙের ৯নম্বর গ্রাম থেকে কালায়া চাকমাকে ছেড়ে দিলেও অপর দু’জনকে ছেড়ে দেয়নি। অপহরণের পর তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানা সম্ভব হয়নি।

আজ শুক্রবার এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল-৪.৪৫টা) তাদের ছেড়ে দেয়ার খবর পাওয়া যায়নি।