বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৩

খাগড়াছড়িতে যুব ফোরাম নেতার বাড়িতে সেনা অভিযান !

সিএইচটি নিউজ বাংলা, ৪ ডিসেম্বর ২০১৩, বুধবার

খাগড়াছড়ি জিরো মাইল এলাকার মালছড়া গ্রামে গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সহসভাপতি কৃষ্ণচরণ ত্রিপুরার বাড়িতে সেনাবাহিনী অভিযান চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, আজ ৪ ডিসেম্বর বুধবার রাত পৌনে ৯টার দিকে জিরোমাইল ক্যাম্প থেকে একদল সেনা কৃষ্ণচরণ ত্রিপুরার বাড়িতে গিয়ে তাকে খোঁজ করতে থাকে। এ সময় তিনি বাড়িতে ছিলেন না। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯.৩০ টা) পর্যন্ত সেনারা সেখানে অবস্থান করছে বলে জানা গেছে।