সিএইচটি নিউজ বাংলা, ৩ ডিসেম্বর ২০১৩, মঙ্গলবার
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গুজাপাড়া
এলাকায় আজ ৩ ডিসেম্বর মঙ্গলবার শহীদ মংশে মারমার ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ৮ টায় অস্হায়ী স্মৃতিস্তম্ভে
পুস্পস্তবক অর্পন করা হয়। এরপর সকাল ১১ টায় এলাকাবাসীদের নিয়ে এক স্মরণ সভা অনুষ্ঠিত
হয়।
প্রিয়লাল মেম্বারের সভাপতিত্বে সভায়
বক্তব্য রাখেন ইউপিডিএফ-এর রামগড় মানিকছড়ি ইউনিটের সমন্বয়ক সুবীর ত্রিপুরা, এসথিঅং
মার্মা ও গুজা এলাকার সংগঠক অমর চাকমা । পাহাড়ি ছাত্র পরিষদের গুইমারা থানা শাখার সভাপতি
চিত্র জ্যোতি চাকমা সভা পরিচালনা করেন।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ৩ ডিসেম্বর সাংগঠনিক
কাজে কালাপানি এলাকায় গেলে জেএসএস সন্ত্রাসীরা পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য মংশে মারমাকে হত্যা করে। এ হত্যাকান্ডের
১৪ বছর অতিক্রান্ত হলেও ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করেনি।
