সিএইচটি নিউজ বাংলা, ৩০
সেপ্টেম্বর ২০১৩, সোমবার
গণতান্ত্রিক যুব ফোরাম(ডিওয়াইএফ) মাটিরাঙ্গা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জনি ত্রিপুরা সেনা গোয়েন্দা কর্তৃক তল্লাশি
ও হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ ৩০ সেপ্টেম্বর সোমবার বিকাল ৫টার
দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, জনি ত্রিপুরা
নিজ বাড়ি গোমতি থেকে মাটিরাঙ্গায় ফিরছিলেন। মাটিরাঙ্গা বাজারে পৌঁছে তিনি একটি হোটেলে
নাস্তা করছিলেন। এ সময় জসিম ও ফরহাদ নামে দু’জন ব্যক্তি নিজেদেরকে সেনা গোয়েন্দা পরিচয়
দিয়ে তার কাছ থেকে ‘কোথা থেকে আসছো, কোথায় থাকো, থোকায় যাবে, কি কর’...ইত্যাদি জিজ্ঞাসা
করতে থাকে। এক পর্যায়ে তারা জনির ব্যাগ তন্ন তন্ন করে তল্লাশি চালায়। কিন্তু অবৈধ কোন
কিছু না পেয়ে পরে তারা চলে যায়।