সিএইচটি নিউজ বাংলা, ৩০
সেপ্টেম্বর, সোমবার
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার
বটতলীর রিচাই চৌধুরী পড়ায় সেনা মদদপুষ্ট বোরকা পার্টির সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি
আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তার নাম কংজপ্রু চৌধুরী(৩৫) পিতা- মৃত কংঞ্য চৌধুরী।
আজ ৩০ সেপ্টেম্বর সোমবার রাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক
সাড়ে ৮টার সময় কংজপ্রু চৌধুরী নিজ বাড়িতে রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় চাইলাপ্রু মারমার
নেতৃত্বে ৪ জনের একদল বোরকা সন্ত্রাসী তার বাড়িতে গিয়ে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে সে আহত হয়। তার
হাতে, কোমড়ে ও গলায় গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। তাকে গুলি করার পর সন্ত্রাসীরা
বুদুং পাড়ার দিকে পালিয়ে যায়। এ ঘটনার কিছুক্ষণ পর সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায়
কংজপ্রু চৌধুরীকে উদ্ধার করে।
------