সিএইচটি নিউজ বাংলা, ১
অক্টোবর ২০১৩, মঙ্গলবার
খাগড়াছড়ির রামগড় উপজেলার
গুইমারা থানাধীন কালাপানির টিলা পাড়ায় সেনাবাহিনী কর্তৃক দুই নিরীহ গ্রামবাসী শারিরীক
নির্যাতনের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এরা হলেন আদা মারমা(৪০) পিতা- উষা মারমা
ও মংসাজাই মারমা (৫০), পিতা- পদ মারমা। তারা দু'জনই টিলা পাড়া গ্রামে দোকান দিয়ে জীবিকা
নির্বাহ করেন। আজ ১ অক্টোবর মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার সকালে
টিলা পাড়ার দোকানে চাঁদাবাজি হচ্ছে বলে কে বা কারা বাটনাতলী সেনা ক্যাম্পে মিথ্যা অভিযোগ
দেয়। এ খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে একদল সেনা আদা মারমা ও মংসাজাই মারমার দোকানে
গিয়ে উপস্থিত হয়। সেনারা তাদের কাছ থেকে “এখানে কারা চাঁদাবাজি করেছে?” বলে জিজ্ঞাসাবাদ
করে। সেনাদের প্রশ্নের জবাবে তারা জানি না এবং এখানে কেউ চাঁদাবাজি করেনি বলে উত্তর
দিলে সেনা সদস্যরা তাদের দু'জনকেই মারধর করে। পরে সেনারা আদা মারমাকে ধরে বাটনাতলী
ক্যাম্পে নিয়ে যায়। সেখান থেকে তাকে গুইমারা সেনা জোনে নিয়ে যাওয়া হয়। এরপর দুপুর ১২টার
দিকে স্থানীয় মুরুব্বীদের জিম্মায় গুইমারা জোন থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা
গেছে।