সিএইচটি নিউজ বাংলা, ২৭
মে ২০১৩, সোমবার
রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি লঞ্চ মালিক সমিতির নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা
না হলে আগামী ৩০ মে থেকে রাঙ্গামাটি জেলায় সড়ক ও নৌপথে অনিদিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছে রাঙ্গামাটি সড়ক ও নৌ পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
আজ সোমবার রাঙ্গামাটিতে চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এই ঘোষণা দেয়।
রাঙ্গামাটি জেলা সড়ক ও নৌ-পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক হাজী মনসুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা ট্রাক চালক সমিতির সভাপতি আলী আজগর, লঞ্চ মালিক সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান মঈন উদ্দিন সেলিমসহ ১২টি সড়ক ও নৌ পরিবহনের মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে সমিতির নেতৃবৃন্দ দাবি করেন, একটি প্রভাবশালী মহল ষড়যন্ত্রমূলক ভাবে মামলা দিয়ে লঞ্চ মালিকদের হয়রানী করছে। এই মামলা প্রত্যাহার করা না হলে আগামী ৩০মে থেকে অনির্দিষ্টকালের জন্য পুরো রাঙ্গামাটি জেলায় পরিবহন ধর্মঘট শুরু হবে বলে ঘোষনা দেন পরিবহন মালিকরা।
.....