সিএইচটি নিউজ বাংলা,
২৭ মে ২০১৩, সোমবার
ঢাকা: পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন
(সংশোধন) আইন-২০১৩ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রি পরিষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা।
তিনি বলেন, এ আইন অনুমোদনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আরো সক্রিয় ও কার্যকর হবে।
এছাড়া মন্ত্রিপরিষদ সভায় ভারতের সঙ্গে বিদ্যমান দ্বৈত করারোপন পরিহার সংক্রান্ত চুক্তি সংশোধনের জন্য স্বাক্ষরিত চুক্তি অনুসমর্থনের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয় বলেও জানিয়েছেন তিনি।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রি পরিষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা।
তিনি বলেন, এ আইন অনুমোদনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আরো সক্রিয় ও কার্যকর হবে।
এছাড়া মন্ত্রিপরিষদ সভায় ভারতের সঙ্গে বিদ্যমান দ্বৈত করারোপন পরিহার সংক্রান্ত চুক্তি সংশোধনের জন্য স্বাক্ষরিত চুক্তি অনুসমর্থনের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয় বলেও জানিয়েছেন তিনি।
সুত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম