শুক্রবার, ১০ মে, ২০১৩

দীঘিনালায় পাশের হার ৭০% জিপিএ-৫ পেয়েছে একজন

সিএইচটি নিউজ বাংলা, ১০ মে ২০১৩, শুক্রবার
দীঘিনালা প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালায় ১৩টি উচ্চ বিদ্যালয় থেকে ১ হাজার ৩১৪ জন এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছে ৯৩৪ জন; জিপিএ-৫ পেয়েছে মাত্র একজন ছাত্রী। উপজেলায় গড় পাশের হার ৭০%।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় এবারের এসএসসি’র ফলাফলে সবচেয়ে ভাল করেছে বড়াদম উচ্চ বিদ্যালয়। তাদরে পাশের হার ৮৬.৮৬%।


আর সবচেয়ে খারাপ করেছে পাবলাখালী শান্তিপুর উচ্চ বিদ্যালয়। তাদের পাশের হার মাত্র ৪০.৫৬%।

আর পুরো উপজেলায় একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রী ছোটমেরুং উচ্চ বিদ্যালয়ের শারমিন আক্তার।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিম শরীফ জানান, তুলনামূলকভাবে উপজেলা সদরের চেয়ে দুরের বিদ্যালয়গুলো ভালো ফলাফল করেছে।