সিএইচটি নিউজ বাংলা, ১৭
এপ্রিল ২০১৩, বুধবার
খাগড়াছড়ির রামগড় উপজেলার
শনখোলা, পাড়া, জালিয়া পাড়া ও মানিকছড়িতে পাহাড়িদের উপর সেটলার হামলার আজ ১৭ এপ্রিল
২ বছর পূর্ণ হল। ২০১১ সালের আজকের এইদিনে ভূমি বেদখলকে কেন্দ্র করে সেটলাররা শনখোলা
পাড়া সহ পাহাড়িদের ৬টি গ্রামে হামলা চালিয়ে কমপক্ষে ৯৪টি বাড়ি ও একটি বৌদ্ধ বিহার পুড়ে
ছাই করে দেয় ও ব্যাপক লুটপাট চালায়।
সেদিন যা ঘটেছিল:
১৭ এপ্রিল ২০১১
সকালে সেটলাররা শনখোলা পাড়ায় পাহাড়িদের জমিতে ঘর তুলতে যায়। তারা কয়েকটি ঘরও নির্মাণ
করে ফেলে। পাহাড়িরা সংঘবদ্ধভাবে প্রতিবাদ করলে সেটলারা তাদের ওপর হামলা চালাতে উদ্যত
হয়। পাহাড়িরা তাদের প্রতিরোধ করলে তা সংঘর্ষের রূপ নেয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন
আহত হয়। আহতদের মধ্যে পরে তিনজন সেটলার মারা যায়।
এ ঘটনার পর সেনাবাহিনীর
সহায়তায় সেটলাররা দুপুর ১টা থেকে রাত আটটা পর্যন্ত উত্তর শনখোলা পাড়া সহ ৬টি পাহাড়ি
গ্রামে হামলা চালিয়ে ৯৪টি বাড়ি ও ১টি বৌদ্ধ বিহার পুড়ে ছাই করে দেয়।
হামলাকারী সেটলাররা জালিয়া
পাড়ায় যাত্রীবাহী বাস আটকিয়ে পাহাড়ি যাত্রীদের ব্যাপক মারধর করে। এ সময় সেখানে পুলিশ,
বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন থাকলেও তারা যাত্রীদের রক্ষায় এগিয়ে আসেনি।
সন্ধ্যার দিকে সেটলাররা
লাশ নিয়ে মিছিল শেষে মানিকছড়িতে পাহাড়িদের বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়, ভাঙচুর ও লুটপাচ
চালায়।
সেটলারদের হামলায় সেদিন
বহু পাহাড়ি আহত হয়। মারাত্মকভাবে আহত হয় ১৩ বছরের শিশু মিপ্রম্ন মারমা, গণপূর্ত বিভাগের
উপ-বিভাগীয় প্রকৌশলী জ্যোতি রঞ্জন চাকমা সহ আরো অনেকে। পরে মিপ্রম্ন মারমার রক্তাক্ত
ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে ঘটনার ভয়াবহতা প্রকাশ পায়।
এ হামলায় চট্টগ্রাম থেকে
বাড়ি ফেরার পথে আশীষ চাকমা নিখোঁজ হয়ে যায়। আজ পর্যন্ত্ম তার কোন খোঁজ মিলেনি। সে চট্টগ্রামের
শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিল।
এ হামলার আজ ২ বছর অতিক্রান্ত
হলেও হামলাকারীদের বিরুদ্ধে প্রশাসন এখনো তেমন কোন পদক্ষেপ গ্রহণ করেনি। উপরন্তু হামলাকারী
সেটলাররা প্রশাসনের নাকের ডগায় দিব্যি ঘুরে বেড়াচ্ছে।
অন্যদিকে, পুলিশ পাহাড়িদের
প্রতিনিয়ত মামলার ভয় দেখিয়ে হয়রানি করে আসছে এবং গত দু' বছরে বেশ কয়েকজন পাহাড়িকে আটকও
করা হয়েছে বলে অভিযোগ করেছেন পাহাড়িরা।
----