বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৩

দিঘীনালায় সন্ত্রাসীর গুলিতে যুব সমিতির সদস্য নিহত

সিএইচটি নিউজ বাংলা, ১৭ এপ্রিল ২০১৩, বুধবার
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের রাবার ফ্যাক্টরী এলাকার পূর্ণচন্দ্র কার্বারী পাড়ায় আজ ১৭ এপ্রিল বুধবার ভোররাত আনুমানিক সাড়ে ৩টার সময় সন্ত্রাসীদের গুলিতে শান্তিমণি চাকমা (২৫) নামে  জনসংহতি সমিতি(এম এন লারমা) সমর্থিত যুব সমিতির এক সদস্য নিহত হয়েছেন।

নিহত শান্তিমণি চাকমা দীঘিনালার বড় মেরুং জালবান্দা এলাকার ইনন্দ কুমার চাকমার ছেলে। 

জানা যায়,  শান্তিমনি চাকমা পূর্ণচন্দ্র কার্বারী পাড়ায় একটি বাসায় ঘুমাচ্ছিলেন। এ সময় ভোর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। 

জনসংহতি সমিতি (এমএন লারমা) এ ঘটনার জন্য সন্তু গ্রুপকে দায়ী করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।