বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৩

সন্তু লারমার একগুয়েমীর কারণেই পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ হচ্ছে না -- নিরূপম চাকমা

সিএইচটি নিউজ বাংলা, ২১ মার্চ ২০১৩, বৃহস্পতিবার
ভারতের মিজোরামের রাজধানী আইজলে বিধান সভার অধিবেশনে এমএলএ নিরূপম চাকমা বলেছেন সন্তু লারমার একগুয়েমীর কারণেই পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতি সংঘত বন্ধ হচ্ছে না। তিনি বলেন, সন্তু লারমা বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় সরকারের ক্রীড়নক হয়ে কাজ করছেন এবং ভ্রাতৃঘাতি সংঘাত জিইয়ে রেখেছেন।


আজ ২১ মার্চ বৃহস্পতিবার ভারতীয় সময় বিকাল ৫.২৫ টায় মিজোরামের রাজধানী আইজলে অনুষ্ঠিত বিধান সভা অধিবেশেনে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। তার বক্তব্য টিভি থেকে সরাসরি সম্প্রচার করা হয়।
তিনি আরো বলেন, এক সময় মিজোরাম এলাকায় শান্তিবাহিনী অবস্থান করেছিল। ১৯৯৭ সালে বাংলাদেশ সরকারের সাথে চুক্তির মাধ্যমে অস্ত্র জমা দিয়ে তারা বাংলাদেশ সরকারের নিকট আত্মসমর্পণ করে। বাংলাদেশ সরকার সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদের চেয়াম্যান হিসেবে নিয়োগ দিয়ে একনাগারে কার্যক্রম চালাচ্ছে। সেনাবাহিনী তাকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করে থাকে। যার কারণে পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতি সংঘাত জিইয়ে রয়েছে। বর্তমানে এর প্রভাব মিজোরামেও এসে পড়ছে।
তিনি বলেন, ভারতের সীমান্তবর্তী সাজেকে বাংলাদেশ সরকার একটি করিডোর তৈরি করছে। এর মাধ্যমে সেটলার বাঙালিরা সেখানে ঢুকে পড়বে। সেটলাররা ঢুকে পড়লে পার্বত্য চট্টগ্রাম ছাড়াও তার প্রভাব মিজোরামের মধ্যেও পড়বে। কিন্তু সন্তু লারমার সেদিকে কোন নজরই নেই।
নিরূপম চাকমা তার দীর্ঘ বক্তৃতাকালে মিজোরামের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এছাড়া তিনি সন্তু লারমা সম্পর্কে বিশদ বিবরণ তুলে ধরেছেন বলে জানা গেছে।
-------------