বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৩

নান্যাচর কলেজে পরীক্ষা কেন্দ্র পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সিএইচটি নিউজ বাংলা, ২১ মার্চ ২০১৩, বৃহস্পতিবার
আসন্ন এইচএসসি পরীক্ষায় নান্যাচর কলেজে পরীক্ষা কেন্দ্র পুনর্বহালের দাবিতে আজ ২১ মার্চ বৃহস্পতিবার পরীক্ষার্থী শিক্ষার্থীরা নান্যাচরে বিক্ষোভ মিছিল করেছে।

নান্যাচর উপজেলা সদরের রেস্ট হাউজ মাঠ থেকে সকাল ১১টায় বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নান্যাচর বাজার প্রদক্ষিণ করে আবার রেস্ট হাউজ মাঠে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নান্যাচর কলেজের এইচএসসি পরীক্ষার্থী রিপন আলো চাকমা, বোধিপিন্দু চাকমা ও রয়েল চাকমা।

তারা বলেন, অত্যন্ত সুপরিকল্পিতভাবে নান্যাচর কলেজ থেকে পরীক্ষা কেন্দ্র রাঙামাটি সদরে স্থানান্তর করা হয়েছে। আর্থিক সামর্থ্য না থাকার কারণে নান্যাচরে কলেজের অধিকাংশ শিক্ষার্থীই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

তারা অবিলম্বে নান্যাচর কলেজে পরীক্ষা কেন্দ্র পুনর্বহাল করার দাবি জানান। অন্যথায় নান্যাচর কলেজের সকল পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত থাকবে বলে জানিয়ে দেন।

উল্লেখ্য, গতবছর এইচএসসি পরীক্ষার খাতায় একই হস্তাক্ষরে লেখার অভিযোগে ১৮ জন শিক্ষার্থীকে ফল প্রকাশের কিছু আগে বহিষ্কার করা হয়। এর অংশ হিসেবে নান্যাচর কলেজ থেকে পরীক্ষা কেন্দ্রটি রাঙামাটি সদরে স্থানান্তর করা হয়েছে
----------