রবিবার, ১০ জুলাই, ২০১১

বিলাইছড়িতে জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক এক ব্যক্তিকে অপহরণের পর হত্যা

সিএইচটি নিউজ বাংলা, ১০ জুলাই ২০১১

রাঙামাটির বিলাইছড়িতে জেএসএস-এর সন্তু গ্রুপ কর্তৃক এক ব্যক্তিকে অপহরণের পর হত্যা করা হয়েছে। তার নাম ননী তঞ্চঙ্গ্যা (৫০), পিতা- যোগেন্দ্র তঞ্চঙ্গ্যা, গ্রাম : সাক্কারাছড়ি মুখ পাড়া, বিলাইছড়ি উপজেলা। সে সাক্কারাছড়ি মুখ পাড়ার কার্বারী।

সূত্র জানায়, আজ সকাল ১০টার সময় সন্তু গ্রুপের একদল সদস্য সাক্কারাছড়ি মুখ পাড়ায় গিয়ে নিজ বাড়ি থেকে ননী তঞ্চঙ্গ্যাকে অপহরণ করে নিয়ে যায়। সন্তু গ্রুপের সদস্যরা তাকে সাক্কারছড়ি ও তিনকুনিয়ার মধ্যবর্তী স্থানে নিয়ে গিয়ে হত্যা করে তার লাশ ফেলে পালিয়ে যায়৷ এরপর দুপুরের দিকে স্থানীয় এলাকাবাসী তার লাশ উদ্ধার করে। তবে তাকে কেন হত্যা করা হয়েছে তা জানা যায়নি।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক অলকেশ চাকমা উক্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার দাবি করেছেন

তিনি সন্তু গ্রুপকে খুন ও অপহরণের রাজনীতি বন্ধ করে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে একাত্ম হওয়ার আহ্বান জানান।