বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪

নান্যাচরে সেটলার কর্তৃক পাহাড়ি কিশোরীর শ্লীলতাহানি

সিএইচটিনিউজ বাংলা, ২ অক্টোবর ২০১৪, বৃহস্পতিবার
রাঙামাটির নান্যাচর উপজেলার নানাপ্রুম গ্রামে বগাছড়ি গ্রামের সেটলার মো: কবিরের বিরুদ্ধে এক পাহাড়ি কিশোরীর(১৪) শ্লীলতাহানি অভিযোগ পাওয়া গেছে। আজ ২ অক্টোবর বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। মো: কবির স্থানীয়ভাবে গাছ ব্যবসা করেন বলে জানা গেছে।

জানা যায়, আজ বৃহস্পতিবার বিকালে মো: কবির (২৫) গাছ দেখার জন্য নানাপ্রুম গ্রামে যায়। এ বিকাল ৫টার দিকে সে ওই গ্রামের বাসিন্দা শোভাপূর্ণ চাকমার বাড়িতে পানি খেতে গিয়ে তাঁর কিশোরী মেয়েকে একা পেয়ে স্তনে হাত দিয়ে শ্লীলতাহানি ঘটায়। এ সময় শোভাপূর্ণ চাকমা ও তার স্ত্রী বাড়িতে ছিলেন না।

পরে ঘটনা জানাজানি হওয়ার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিলে মো: কবির পালিয়ে যায়। বর্তমানে সে পলাতক রয়েছে।


এ ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে নান্যাচর থানায় মামলা দায়ের করেছে।
--------