মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০১৪

নাড়েইছড়িতে সন্তু গ্রুপ ও সেনাবাহিনীর যৌথ অপারেশন!

সিএইচটি নিউজ বাংলা, ৯ সেপ্টেম্বর ২০১৪

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নাড়েইছড়ির মুজলেঙ ছড়া এলাকায় জেএসএস সন্তু গ্রুপ ও সেনাবাহিনী যৌথভাবে অপারেশন চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে হেলিকপ্টারে করে বিপুল সংখ্যক সেনা সদস্যকে নাড়েইছড়ি বিজিবি ক্যাম্পে নামানো হয়। আজ মঙ্গলবার সেনাবাহিনীর আরো একটা গ্রুপ পাঁয়ে হেঁটে নাড়েইছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে খবর পাওয়া গেছে। সন্তু গ্রুপের ৪/৫ জনের একদল সদস্য সেনাবাহিনীর সাথে যোগ দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা আরো জানান, সেনাবাহিনীর পাশাপাশি সন্তু গ্রুপের অপর একদল সশস্ত্র সদস্যও মুজলেঙ ছড়ার আশেপাশে অবস্থান করছে।

খাগড়াছড়ি ব্রিগেডের লে: কর্নেল মিজান এ অপারেশনে নেতৃত্ব দিচ্ছেন বলে জানা গেছে।

সেনাবাহিনীর সাথে মিলে সন্তু গ্রুপের এ অপারেশনকে নিয়ে এলাকার জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।