সিএইচটি নিউজ বাংলা, ১০ জুন ২০১৪, মঙ্গলবার
দীঘিনালা: দীঘিনালা সদর থেকে আনুমানিক ৩০ মাইল উত্তরে নাড়েইছড়িতে এক বন্দুক
যুদ্ধে দিবস চাকমা নামে সন্তু গ্রুপের তথাকথিত মিলিশিয়া শাখার প্রধান নিহত হয়েছেন বলে
বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
আজ মঙ্গলবার সকালে নাড়েইছড়ি বাজার থেকে ১০ - ১২ মাইল উত্তর-পশ্চিমে বড় মোনে
এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নাড়েইছড়িতে সন্তু গ্রুপের চাঁদা কালেক্টর হিসেবেও কাজ করতো।
উল্লেখ্য, সন্তু গ্রুপ কয়েক বছর আগে নাড়েইছড়িতে স্থানীয় কিছু বখাটে যুবক নিয়ে
একটি তথাকথিত মিলিশিয়া বাহিনী গঠন করেছিল এবং তাদের হাতে দেশী গাদা বন্দুক তুলে দিয়েছিল।
এরপর এই বাহিনী এলাকায় এক ত্রাসের রাজত্ব কায়েম করে। দিবস চাকমা এই মিলিশিয়ার প্রধান
হিসেবে কাজ করতো বলে এলাকাবাসী জানিয়েছেন।
সম্প্রতি তাদের অপকর্মে অতিষ্ঠ স্থানীয় জনগণ সংগঠিত প্রতিরোধ গড়ে তুললে সন্তু
গ্রুপ ও তথাকথিত মিলিশিয়ারা নাড়েইছড়ি থেকে সরে যেতে বাধ্য হয়। বর্তমানে তাদের মধ্যে
বিভিন্ন বিষয়ে মতবিরোধ দেখা দিয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।
----------