বুধবার, ১১ জুন, ২০১৪

মানিকছড়িতে এক পাহাড়ি নারীকে ধর্ষণের চেষ্টা

সিএইচটি নিউজ বাংলা, ১১ জুন ২০১৪
মানিকছড়ি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নের দার্য্যা পাড়ায় গতকাল ১০ জুন মঙ্গলবার রাতে এক পাহাড়ি নারীকে(২৮) ধর্ষণের চেষ্টার অভিযোগে এলাকাবাসী মো: হনিফ(২২) নামে এক লম্পটকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সে মানিকছড়ির আদর্শ গ্রামের আনিসুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মো: হানিফ ঘটনার দু’দিন আগে দার্য্যা পাড়া এলাকায় চট্টগ্রামস্থ কাদের কোম্পানীর বাগান দেখাশুনার কাজে যোগ দেয়। এ সুবাদে সে ওই এলাকায় বাগান মালিকের খামার বাড়িতে অবস্থান করছিল। মঙ্গলবার রাতে দার্য্যা পাড়ার বাসিন্দা ওই নারী তার সন্তানদের নিয়ে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েছিলেন। এ সময় তার স্বামী বাড়ির বাইরে ছিলেন। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মো: হানিফ ওই নারীর বাড়িতে প্রবেশ করে তাকে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই নারী চিকার দিলে লম্পট হানিফ পালিয়ে যায়। এরপর ঘটনা জানাজানি হলে রাত ১১টার দিকে ওই নারীর ভাই, তার স্বামী ও এলাকার লোকজন গিয়ে বাগান মালিকের খামার বাড়ি থেকে মো: হানিফকে আটক করে মনিকছড়ি থানা পুলিশের নিকট সোপর্দ করে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
সূত্র: সিএইচটিনিউজ.কম