সিএইচটি নিউজ বাংলা, ৯
মার্চ ২০১৪, রবিবার
খাগড়াছড়ির দিঘীনালায় জেএসএস গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে ইউপিডিএফের এক সদস্য নিহত ও এক সদস্য আহত
হয়েছে। নিহত ইউপিডিএফ সদস্যের নাম সুদৃষ্টি চাকমা। তিনি বাবুছড়ার মগ্যা কার্বারী পাড়ার
মৃত নিতাই চাকমার ছেলে। এ ঘটনায় আহত ইউপিডিএফ সদস্যের নাম ঋদ্ধি চাকমা (৩০)। তিনি বাঘাইছড়ির মডেল
টাউনের মৃত শরৎ কার্বারীর
ছেলে।
আজ ৯ মার্চ রবিবার সকাল
আনুমানিক সোয়া ৮টার দিকে বাবুছড়া রাস্তামাথা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,
রবিবার সকালে সুদৃষ্টি চাকমা ও ঋদ্ধি চাকমা সাংগঠনিক কাজে বাবুছড়ার রাস্তামাথায় বের
হন। তারা একটি দোকানে বসে লোকজনের সাথে কথাবার্তা বলছিলেন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে
থাকা সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা দোকানে ঢুকে খুব কাছ থেকে তাদেরকে লক্ষ্য করে
ব্রাশ ফায়ার করে। এতে ঘটনাস্থলেই সুদৃষ্টি চাকমা নিহত হন এবং হৃদ্ধি চাকমা দুই পায়ে
গুলিবিদ্ধ হন।
ঋদ্ধি চাকমাকে আহত অবস্থায়
উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।